আব্দুল বাছিত খানঃমৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌর এলাকার আলেপুর গ্রামের মঞ্জুর আলীর দুই মেয়ে সেলিনা আক্তার (১৮) ও জড়িনা আক্তার(১৬) দুই বোনবাচার আকুতি জানিয়েছে। ঘটনাটি গত ৮ জানুয়ারি বিকাল ৩ ঘটিকায় দুই বোন অটো রিকশা করে একটি অনুষ্ঠানে যাচ্ছিলো, কমলগঞ্জ -আদমপুর সড়কে বেপরোয়া সিএনজি অটোরিকশার পিছন দিকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন তারা । পরে তাদেরকে উদ্বার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় দেড় মাস ওসমানিতে চিকিৎসা নিয়ে জড়িনা আক্তার কিছুটা সুস্থ হলে সেলিনা আক্তারের অবস্থা আশংকাজনক। তারা বর্তমানে মৌলভীবাজার জেনারেলহা সপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এতিম দুই বোনের অবিভাবক বলতে কেউ নেই, বাপ মঞ্জুর আলী থেকেও নেই, দুই বোনের লালন পালন কারী প্রবাসী দরবেশ আলী এখন পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। প্রায় ৩ লাখ টাকা ব্যয় হয়েছে। দুই বোন সুস্থ হতে আরও ৫ লাখ টাকার প্রয়োজন। সিএনজি চালক ও মালিক পক্ষের কেউই আজ পর্যন্ত সহযোগিতায় এগিয়ে আসেনি। চালক ও মালিক পক্ষের লোকজন নিয়ে গত ১৩ ফ্রেব্রæয়ারী কমলগঞ্জ পৌরসসভার মেয়র কক্ষে বৈঠক বসলেও আসেনি কোন সহযোগিতার সিদ্ধান্ত। চালক ও মালিক পক্ষের কেউই আজ পর্যন্ত খোজখবর নেননি দুই বোনের। মৌলভীবাজার -থ ১১-৫৭০৪ নং ঘাতক সিএনজিটি একটি বাসায় আটক রয়েছে। দেশ বিদেশের দয়াবান লোকেরা এগিয়ে আসলে দুইটি জীবন বেচে যাবে। তাই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন প্রবাসী মোঃ দরবেশ আলী। অসহায় দুই বোনের চিকিৎসার জন্য সাহায্য দিতে সরাসরি যোগাযোগ ও বিকাশ করুন নিচের মোবাইল নম্বরে-০১৭৪৪৮৭৯৯৩৫।