অগ্রযাত্রা সংবাদ ঃ
গত ১৫ মার্চ ঐতিহ্যবাহী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় প্রাংগনে অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন নেছার আহমদ এমপি। দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ খ ম ফারুক আহমদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক
মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এডভোকেট নুরুল ইসলাম শেফুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক আখতারুজ্জামান সরকার। সহযোগিতা করেন শারীরিক শিক্ষার সিনিয়র শিক্ষক বিমান জ্যোতি দেব।
পরে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন।