কমলগঞ্জ প্রতিনিধি :শেষ মেষ দলই চা বাগানের চলমান সমস্যার সমাধান হলো দীর্ঘ ৩৭ দিন পরে।
গতকাল ০৩/০৯/২০২০ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয় এক মতবিনিময় ও আলোচনা সভা।
উক্ত সভায় উপস্থিত ছিলেন শ্রম পরিচালক শ্রীমঙ্গল কার্যালয়ের উপপরিচালক, নাহিদুল ইসলাম,কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা, জনাব আশেকুল হক,কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি,আরিফুর রহমান,দলই চা বাগানের উর্ধ্বতন কর্মকতা বৃদ্ধ সহ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক,রামভজন কৈরী,মনু দলই ভ্যালির সভাপতি ধনা বাউরী সহ চা শ্রমিক নেতারা।বৈঠকে আলোচনা শেষে বিতর্কিত দলই চা বাগান ব্যবস্থাপা আমিনুল ইসলাম কে বদলি ও দলই টি কোম্পানির মালিক পক্ষের দায়ের করা মামলা দ্রুত সময়ে প্রত্যাহারের আশ্বাস দেওয়া হয়। এরপর বেলা ১২ঃ৩০মিঃ থেকে দলই চা বাগানের শ্রমিকরা কাজে যোগদান করেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, বৃহস্পতিবারে বৈঠকে দলই চা বাগানের শ্রমিকের দাবি অনুযায়ী বির্তকিত ব্যবস্থাপক আমিনুল ইসলাম কে বদলি ও চা শ্রমিকের উপর করা মামলাটি দ্রুত সময়ে প্রত্যাহারের আশ্বাস প্রদান করে মালিক পক্ষ।
সেই আশ্বাসের সন্তোষ প্রদান করে ৩৭ দিন পর দলই চা বাগানের শ্রমিকরা বৃহস্পতিবার দুপুর থেকে কাজে যোগদান করেছেন।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন দলই চা বাগানের মালিক পক্ষের দেওয়া আশ্বাস পূরণ হলে আর কোন সমস্যা দলই চা বাগানে থাকার কথা না।