অগ্রযাত্রা সংবাদ ঃ
আজ ২৬শে মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন আজ। ১৯৭১ সালের এই দিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। ২৫ মার্চের কালরাতের ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে বাঙালি এই দিন থেকে মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে। শুরু হয় মুক্তিযুদ্ধ।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তির ইতিহাস-স্বাধীনতার ইতিহাস। দীর্ঘ ৯ মাস সশস্ত্র যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শত্রুমুক্ত হয়। কষ্টার্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংহত করার নতুন শপথে বলীয়ান হওয়ার দিন আজ। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় একের পর এক মাইলফলক অর্জন এবারের স্বাধীনতা দিবস উদযাপনকে মহিমান্বিত করেছে। মহান স্বাধীনতা দিবসে কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার, ইউপি সদস্য সুনীল মালাকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার , ইউপি সচিব মোঃ সরওয়ার হোসাইন, প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ড সদস্য মোঃ শফিকুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আদর মিয়া, সুমন আহমদ, মোঃ জহুর মিয়া, বাছিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও ইউনিয়ন পরিষদ এর সকল সদস্য/সদস্যা এবং কর্মকর্তা কর্মচারীগণ উপস্তিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন ২নং ওয়ার্ড সদস্য মাওঃ আজিজুর রহমান।