মৌলভীবাজার প্রতিনিধি ঃবাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মৌলভীবাজার জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ২৮ মার্চ(সোমবার) কেন্দ্রীয় কমিটির সভাপতি বিধান বিহারী গোস্বামী ও মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সাংবাদিক জ্যোতিরর্ম্ময় চক্রবর্তী লিটন’কে সভাপতি, সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়’কে নির্বাহী সভাপতি, ডা. নিপেন্দ্র কুমার পাল’কে সিনিয়র সহ-সভাপতি, সত্যেন্দ্র কুমার পাল’কে সাধারণ সম্পাদক, বিদ্যাসাগর কৈর’কে যুগ্ন সাধারণ সম্পাদক, রিপন চক্রবর্তী’কে কোষাধ্যক্ষ ও অপু রায় পার্থ’কে সাংগঠনিক সম্পাদক করে ১৫৬সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
আগামী ৪৫দিনের মধ্যে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে কেন্দ্র থেকে।
কমিটির সভাপতি সাংবাদিক জ্যোতিরর্ম্ময় চক্রবর্তী লিটন, নির্বাহী সভাপতি সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়, সাধারণ সম্পাদক সত্যেন্দ্র কুমার পাল জানান, মৌলভীবাজার জেলা হিন্দু মহাজোট জেলার অন্যান্য সংগঠনের সাথে সমন্বয় করেই সুন্দর মনোভাব পোষন করে পরিচালিত হবে। এতে তারা সকলের সহযোগিতা কামনা করছেন।