গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ থেকেঃ
রমজানে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আজ বৃহস্পতিবার (০৭ এপ্রিল ২০২২) খ্রিস্টাব্দে জেলা প্রশাসন, ময়মনসিংহ এর উদ্যোগে নগরীর মেছুয়া বাজারসহ অন্যান্য এলাকায় বাজার মনিটরিং অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় মাত্রাতিরিক্ত মূল্যে পণ্যদ্রব্য বিক্রয়ের অপরাধে ২(দুই)টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ধারা ৩৮ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়।
অসাধু ব্যবসায়ীরা যাতে দ্রব্যমূল্য লাগামহীনভাবে বাড়িয়ে এই রমজানে সাধারণ ক্রেতাদের ভোগান্তির কারণ হয়ে না দাঁড়ায়, সেজন্য জেলা প্রশাসন সদা তৎপর রয়েছে।