অগ্রযাত্রা সংবাদ ঃ পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফল এবং ইফতার সামগ্রী ন্যায্য দামে এবং স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রাপ্তি নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ ফোর্সের সহযোগিতায় আজ রবিবার (১০ এপ্রিল ২০২২) মৌলভীবাজার সদর উপজেলার কোর্ট মার্কেট, চৌমুহনা, কোর্ট রোড, টিসি মার্কেটসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, লেবুর ও সবজির পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠান, ফল ব্যবসার প্রতিষ্টান, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত তদারকি অভিযানে পাকা ক্রয় ও বিক্রয় ভাউচার সংগ্রহ না করা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য পণ্য সংরক্ষণ করা, অতিরিক্ত দামে মৌসুমী ফল তরমুজ, খেজুরসহ অন্যান্য খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কোর্ট মার্কেটে অবস্থিত জাহেদ মিয়ার ফল ভান্ডারকে ১ হাজার টাকা, কোর্ট রোডে অবস্থিত স্বাদ এন্ড কোংকে ২০ হাজার টাকা, চৌমুহনায় অবস্থিত মক্কা ফল ভান্ডারকে ৫ শত টাকা, মায়ের দোয়া ফল ভান্ডারকে ১৫ হাজার টাকা, টিসি মার্কেটে অবস্থিত সাগর ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৭ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়।