প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ৬:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২২, ৭:৪১ অপরাহ্ণ
কমলগঞ্জের কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন
( মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
২৫ এপ্রিল সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৮৯২ জন ভোটারের মধ্যে ৪১০ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন্নাহার পারভীন।
গণনা শেষে মো. গিয়াস মিয়া, মো. লুৎফুর রহমান, মো. আহমদ কবির, মো. জসিম মিয়া নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, আইনশৃঙ্খলাবাহিনী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দাতা সদস্য ও সাবেক সভাপতি দেলোয়ার হোসেন বাচ্চু ও প্রধান শিক্ষক অনুরানী ভৌমিক জানান, সকলের সার্বিক সহযোগিতায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
এই ওয়েবসাইটের কোন লেখা অথবা ভিডিও কপি করা সম্পন্ন বেআইনি