মৌলভীবাজার প্রতিনিধি ঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বন্য শূকরের হামলায় চন্দন বাউরী (৫০) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ফুলবাড়ি চা বাগানে এ ঘটনা ঘটে। তিনি একই চা বাগানের নতুন লাইনের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, চা শ্রমিক চন্দন বাউরী প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও বাগানে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু বাগানে যাওয়ার পথে একা পেয়ে পথিমধ্যে বন্য শূকর তাকে ধাওয়া করে এসে হামলা করে। এ সময় বন্য শূকর চন্দনের মাথায় ও হাত পায়ে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় চা শ্রমিকেরা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালীর সভাপতি ধনা বাউরী নগর টিভিকে বলেন বন্য শূকরের আক্রমণেই চা শ্রমিক চন্দনের মৃত্যু হয়েছে। তার অসহায় পরিবার যেন ক্ষতিপূরণ পায় এটাই আশাবাদী।