মৌলভীবাজার প্রতিনিধি ঃ বড়চেগ ছয়কুট প্রবাসী সংগঠন এর পক্ষ থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন। ২৮ এপ্রিল বিকাল ঘটিকায় কমলগঞ্জ উপজেলার বড়চেগ তাওয়াক্কুলিয়া হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র মাহে রামাদ্বান মাস ব্যাপী ক্বেরাত প্রশিক্ষনের পুরুস্কার বিতরণ, খতমে কোর আন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ক্বেরাত প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে প্রবাসীদের সংগঠন" বড়চেগ ছয়কুট প্রবাসী সংগঠন" এর পক্ষ থেকে পুরস্কার বিতরণী ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। রহিমপুর ইউনিয়নের স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইফতেখার আহমেদ বদরুল, সংগঠনের উপদেষ্টা মোঃ আসির মিয়া, মাদ্রাসার বর্তমান সহ-সভাপতি আজমত উল্ল্যাহ কে সম্মাননা স্মারক প্রদান করা হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিমপুর ইউনিয়নের স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইফতেখার আহমেদ বদরুল , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়চেগ ছয়কুট প্রবাসী সংগঠন এর সভাপতি লোকমান মিয়া, মাওঃ আবুল খায়ের, মোঃ আবু তালেব, মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান কামালি, আজমত উল্ল্যাহ, মাদ্রাসার ভূমি দাতা কাসেম খাঁন, সুলেমান মিয়া, লোকমান মিয়া, সংগঠন এর সভাপতি আব্দুল মুহিত খাঁন প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । অতিথিরা বড়চেগ ছয়কুট প্রবাসী সংগঠন এর সকল সদস্যদের মানবকল্যাণ কাজের ভূয়সী প্রশংসা করেন। পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা শেষে সকল প্রবাসীদের জন্য দোয়া করা হয়।