মৌলভীবাজার প্রতিনিধি ঃ
অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে গত ১৬ মে ২০২২ খ্রিস্টাব্দ তারিখে কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় অফিসারসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া পৌরসভাধীন স্টেশন রোড সংলগ্ন ইস্টার্ন রেস্টুরেন্ট এন্ড সুইটমিট এর নিচতলার কেবিন রুম হইতে মাদক ব্যবসায়ী ১. জমির আলী (২৯), পিতা-সিরাজ আলী, সাং-মিরাশী, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ, বর্তমান ঠিকানা: গ্রাম-জয়পাশা, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার, ২। মাসুম আহমেদ (৩০), পিতা-মোঃ আব্দুর রহিম, সাং-জয়পাশা, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার‘দ্বয়কে গ্রেফতার করিয়া আসামীদ্বয়ের হেফাজত হইতে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোর্দ করা হয়েছে।কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়।