মৌলভীবাজার প্রতিনিধি ঃ
বুধবার (১৮ মে ২০২২) বিকাল ১৬.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর মডেল থানার ০৭ নং চাদঁনীঘাট ইউনিয়নের সোনাপুর এলাকায় কালেঙ্গা গামী রাস্তায় জনৈক রহিম মালদার এর পোল্টি ফার্মের সামনে থেকে মোঃ ইমন আহমদ (২০) নামের এক মাদক কারবারিকে ২২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
মাদক কারবারি মোঃ ইমন আহমদ সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম দিগলগজি গ্রামের মৃত খালিক মিয়ার ছেলে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল ২২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।