মৌলভীবাজার প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ধলাই নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় দীর্ঘ ৫৭ কিলোমিটারের প্রতিরক্ষা বাঁধ রয়েছে ঝুকিপূর্ণ। প্রতিরক্ষা বাঁধে দেখা দিয়েছে ধ্বস। ধলাই নদীর ঝুঁকিপূর্ণ কয়েকটি স্থানে পানি উন্নয়ন বোর্ড বাঁধ মেরামত করলেও নতুন করে কয়েকটি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
কমলগঞ্জ পৌর এলাকার করিমপুরসহ আরো ৫টি স্থানে নতুন করে ফাটল দেখা দিয়েছে। ফলে হুমকির মুখে রয়েছে আরও ১০টি স্থান।
সরেজমিনে দেখা যায়- উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোকাবিল, কালারায়বিল, আদমপুর ইউনিয়নের হোমেরজান, ভান্ডারীগাঁও, দক্ষিণ তিলকপুর, উত্তর ঘোড়ামারা, রানীরবাজার, মাধবপুর ইউনিয়নের কাটাবিল, শুকুর উল্যারগাঁও, ধলাইরপার, কমলগঞ্জ পৌর এলাকার আলেপুর, করিমপুর, বড়গাছ ও উজিরপুর, মুন্সীবাজার ইউনিয়নের খুশালপুর, রহিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুরসহ প্রায় ১০টি স্থানে বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
স্থানীয়রা জানান- ঝুঁকিপূর্ণ বাঁধ ছাড়াও টানা বর্ষনে পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি বৃদ্ধিতে নতুন করে প্রতিরক্ষা বাঁধে ধস শুরু হয়েছে। প্রবল বর্ষণে রাত জেগে বাধ পাহারা ও ভাঙ্গন আতংকে নির্ঘুম রাত কাটছে। বাধ স্থায়ী মেরামতের জোর দাবি জানান এলাকাবাসী।
রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইফতেখার আহমেদ বদরুল বলেন, কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার হাজার হাজার মানুষের ভোগান্তি লাঘবে ধলাই নদীর ঝুকিপূর্ণ বাধ স্থায়ী মেরামত করা জরুরী। রহিমপুর ইউনিয়নের লক্ষীপুর এলাকার ঝুকিপূর্ণ বাধটিও দ্রুত মেরামত করা না হলে ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা।
পানি উন্নয়ন বোর্ডের মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান ঝুকিপূর্ণ এলাকা পরির্দশন করেন।