মৌলভীবাজার প্রতিনিধি ঃ
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, মৌলভীবাজার জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী পরিষদের ঈদ পুনর্মিলনী ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে, ২২ মে রবিবার সন্ধা ৭ টায় রেস্ট ইন রেস্টুরেন্ট,কুসুমবাগ, মৌলভীবাজার এ সংগঠনের নবনির্বাচিত সভাপতি, জেলা বিশিষ্ট সংগঠক এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুয়েল খান আশরাফুল এর সঞ্চালনায় কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মুশেদ মুন্না, সৈয়দ আবু হাসান জিল্লুল, সহ-সাধারণ সম্পাদক শাহ রাজুল আলী, আবু বকর,সাংগঠনিক সম্পাদক ফজলে আমিন রাফসান,অর্থ সম্পাদক সত্রাজিৎ আচার্য, দপ্তর সম্পাদক রোহিত আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়জুর রহমান, আইন সম্পাদক এডভোকেট মোঃ সাইফুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা কামরুন নাহার, সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাকির হোসেন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম।
সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের নির্দেশনা অনুসারে নবনির্বাচিত কার্যকরী পরিষদের তালিকার অনুলিপি, মাননীয় জেলা ও দায়রা জজ,মৌলভীবাজার, জেলা প্রশাসক মৌলভীবাজার, পুলিশ সুপার, মৌলভীবাজার, জেলা পরিষদের প্রশাসককে প্রদান করার।
দেশি বিদেশি অতিথিদের সমন্বয়ে জেলা মানবাধিকার বিষয়ক সেমিনার আয়োজন,
সদর উপজেলা সহ বাকী সব উপজেলার কার্যকরী পরিষদ গঠন করার।
সভাপতির বক্তব্যে সংগঠনের জেলা শাখার সভাপতি এম মুহিবুর রহমান মুহিব সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদন আলী,কেন্দ্রীয় প্রতিনিধি ও সিলেট বিভাগীয় সমন্বয়ক ড, ইসলাম উদ্দিন মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান মৌলভীবাজার জেলা শাখার নবনির্বাচিত পরিষদকে অনুমোদন করায়, তিনি আরও বলেন বিভিন্ন শ্রেণি পেশার দক্ষ, উদ্যমী সংগঠক দের নেতৃত্বে গঠিত মৌলভীবাজার জেলা শাখা জেলা অধিকার অধিকার বঞ্চিত মানুষের জন্য কাজ করবে ইনশাআল্লাহ।