আব্দুল বাছিত খান: গত কাল শুক্রবার বিকাল অনুমান ৪.০০ ঘটিকার সময় রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের আমির উদ্দিনের পুত্র মো: নাঈম আহমদ বাড়ি থেকে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারস্থ জামে'য়া ইসলামিয়া ক্বাওমিয়া দারুল হাদীছ মাদ্রাসার উদ্যেশ্যে বের হয়। আজ শনিবার সকালে আমির উদ্দিন খবর পান তার ছেলে উক্ত মাদ্রাসায় যায় নাই।
নিখোজ নাঈমের পিতা শনিবার সন্ধায় এপ্রতিনিধিকে জানান, ছেলে মাদ্রাসার উদ্যেশ্যে চলে যাবার পরে সন্ধ্যা ৭ টার দিকে মাদ্রাসার শিক্ষকের মোবাইলে ফোন দিলে তিনি রিসিভ করেন নাই,শনিবার সকাল পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কেউই আমার ফোন ব্যাকও করেন নাই। সকাল ১১টার সময় জানানো হয় আমার ছেলে মাদ্রাসায় গিয়ে পৌছায় নাই। এব্যাপারে কমলগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে বলে জানান তিনি।
ছেলে হারানোর খবরে বাবাসহ পরিবারের লোকজন পেরেশান, নিখোঁজ ছেলেটির খোঁজ পেলে 01742669870 এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়।