অগ্রযাত্রা সংবাদ ঃ মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে মৌলভীবাজার জেলা শহরব্যাপী বর্ণিল রোড শো অনুষ্ঠিত হলো। ১২ জুন রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী ও বর্ণিল রোড শো মৌলভীবাজার শহর প্রদক্ষিণ করে। র্যালীতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক, মৌলভীবাজার মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মিছবাহুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা প্রমুখ। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মেয়র, মৌলভীবাজার পৌরসভা, চেয়ারম্যান, উপজেলা পরিষদ মৌলভীবাজার সদর সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। রোড শো তে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগের প্রত্যেকটি নিয়ে বর্ণিল সাজে সজ্জিত ১০ টি ট্রাক মৌলভীবাজার জেলা শহর প্রদক্ষিণ করে।