মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর মনবীর রায় মন্জু বাবুর চাচা সদর উপজেলার গোবিন্দপুর নিবাসী বাবু সুব্রত রায় (৮৫) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।
গাউসিয়া কমিটি বাংলাদেশ মৌলভীবাজার জেলা টিম প্রধান মাসুম ফারুকী অমুসলিম সদস্যদের (মিলন দে সহ ৬ সদস্যের টিম) সৎকার কাজে অংশ গ্রহণ করে সৎকার সম্পন্ন করেন ।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত চলে সৎকার কার্যক্রম। এ সময় তাকরীম ফাউন্দেশনের প্রধান সাইফুল ইসলাম জুনেদও উপস্থিত ছিলেন বলে জানান সাধারন সম্পাদক ও সমন্বয়ক গাউসিয়া কমিটি বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার কাজী মোহাম্মদ কুতুব উদ্দীন।
বিশ্বব্যাপী করোনা আতংকে যখন মৃতদের দাফন নিয়ে নানা বিভ্রান্তি ও ভয় ভীতি ছড়াচ্ছিল তখন মানবতার সেবায় গাউসিয়া কমিটি বাংলাদেশ সারাদেশে কাফন,দাফন ও সৎকারে অনন্য ভুমিকা পালন করে শুধু ইতিহাস তৈরি করেনি;দেশসহ সারা পৃথিবিতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইতিমধ্যে গাউসিয়া কমিটি বাংলাদেশ একহাজারের অধিক লাশ দাফনে সরাসরি সহযোগিতা করল,এর মধ্যে অমুসলিম সৎকারের তালিকায় মৌলভীবাজারের সুব্রত রায় ১৫তম সৎকার।
এ ছাড়াও করোনা মৌসুমে অতি গোপনে আর্থিক অনুদান প্রদানসহ অক্সিজেন, এম্বুলেন্স, রক্তদান,বৃক্ষ রোপণ,রাস্তাঘাট মেরামত সহ নানাবিধ সামাজিক কাজে গাউসিয়া কমিটি বাংলাদেশ বিশ্বের কাছে সম্মান অর্জন করতে সক্ষম হয়েছে। এই মহান কাজে সর্বস্তরের মানুষের সহযোগিতা বিশেষ করে বাঙালি প্রবাসীদের সহযোগিতা লক্ষণীয়।