কমলগঞ্জ প্রতিনিধি ঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারস্থ ঐতিহ্যবাহী
কালীপ্রসাদ উচ্চবিদ্যালয়ের ২০২২ইং সনের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয় । এবছর বিদ্যালয় থেকে ৩৬৫ জন এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ করবেন।
১৬ জুন বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল নান্টু'র সভাপতিত্বে সহকারী শিক্ষক ফরিদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট রাজনীতিবীদ এম মোসাদ্দেক আহমেদ মানিক, দাতা পরিবারের সদস্য বাবু স্বাগত কিশোর দাশ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সহকারী প্রধান শিক্ষক সন্ধ্যা রানী নাথ,
ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল মতিন,বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক মোঃ ওবায়দুল হক প্রমুখ।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।