অগ্রযাত্রা সংবাদ ঃ
মৌলভীবাজারের রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামকে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের বদলি করা হয়েছে এবং নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পরিদর্শক বিয়ন ভূষণ রায়কে।
বৃহস্পতিবার (১৬ জুন) মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এ বদলির আদেশ দেন।
মৌলভীবাজার পুলিশ সুপার অফিসসূত্রে জানা যায় নিয়মিত বদলির অংশ হিসেবে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামকে বদলি করা হয়েছে। নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইন্সপেক্টর বিনয় ভূষণ রায়কে।
দায়িত্বপ্রাপ্ত রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় এর আগে মৌলভীবাজারের কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং মৌলভীবাজারের ডিটেক্টিকভ ব্যাঞ্চ (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি সাপ্তাহের মধ্যে রাজনগর থানায় যোগদান করবেন।বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজারের পুলিশ সুপার মো: জাকারিয়া আহমদ বলেন আজকে আদেশ করা হয়েছে।