মৌলভীবাজার প্রতিনিধি ঃ
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় টানা বর্ষণে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম গোয়ালবাড়ী গ্রামে টিলাধসে দুইজন আহতের পাশাপাশি বেশকিছু প্রাণীর প্রাণহানি হয়েছে।
শনিবার (১৮ জুন) ভোরে টিলাধসে বসতঘরের ওপর মাটিচাপা পড়ে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, টিলাধসে একই পরিবারের কিশোরীসহ দুই ব্যক্তি আহত হন। পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করেন। এ ছাড়া মাটিচাপায় ওই পরিবারের পাঁচটি গরু, পাঁচটি ছাগলসহ কিছু হাঁস-মোরগ মারা গেছে। সেখানে টিলার ওপর ও পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় ১০টি পরিবার রয়েছে।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারীর নেতৃত্বে প্রশাসনের একটি দল দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যায়।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী বলেন, ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।