সালাহ উদ্দিন খান, (কমলগঞ্জ) মৌলভী বাজারঃ
গত ১৫ জুন থেকে ২১ জুন ২০২২ ইং থেকে শুরু হওয়া সারা দেশে জন শুমারি গৃহ গণনার কার্যক্রম এর আওতায় কমল গনজ উপজেলায় তা সফল ভাবে সম্পর্ন করেছে। কার্যক্রমের ধারা বাহিকতায় আজ ২৫ জুন উপজেলা পরিসংখ্যান অফিসে গণনাকারীর ডিজিটাল ট্যাব গহন কার্যক্রম দিন ব্যাপী চলছিল। ট্যাব গহন কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে সকাল ১০.৩০ ঘঃ সময় অনুষ্টিত হয়।এসময় ঊপস্হিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আনোয়ারোল হক, জোনাল অফিসার মোঃ জাকির হোসেন, আই টি অফিসার অমিতা রানী সহ পতন উষার মুন্সী বাজার সুপার ভাইজার সহ গণনাকারী প্রমুখ।