মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর উদ্যোগে দেশে আগের সব রেকর্ড ভেঙে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচি নিয়ে সুনামগঞ্জ জেলার দোয়ার বাজার উপজেলার বৈঠাখাই ও সদর উপজেলার বালুচর সাহেবনগর গ্রামে ২৬ জুন ২০২২ খিষ্টাব্দে শনিবার, সকাল ৭টায় সংগঠন এর কার্যালয় হতে রওনা দিয়ে দিন ব্যাপী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ১০ টন বিতরণ করা হয় এই মানবিক সহায়তা সামগ্রী।
,এই সময় উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, আজীবন সদস্য এমরুজ আহমদ,ভাইস চেয়ারম্যান সৈয়দ আবু হাসান জিল্লুল,দাপন কাপন ও সৎকার জেলা টিম এর টিম লিডার রুহেল খান আশরাফুল, সাংগঠনিক সচিব মোঃ সোহান হোসাইন হেলাল,দপ্তর সচিব সিরাজুল হাসান, নির্বাহী পরিচালক ,আব্দুল মুক্তাদির সাদি, সিরাজুল ইসলাম, কামরান আহমদ চৌধরী,রেদওয়ান আহমদ,মোহাম্মদ সুমন,আসাদ আহমদ,আবুল মাসুম রনি,সাদমান আহমদ রাহিম,সোহাগ আহমদ, আকরাম হোসেন।
আমদের প্যাকেজে ছিলো ( ১) চাল ৪ কেজি (২) ডাল ১ কেজি (৩) আলু ৩ কেজি (৪) লবণ ১ কেজি(৫) পেঁয়াজ ১ কেজি(৬) সয়াবিন তেল(৭) স্যানেটারি ন্যাপকিন (৮) মরিচ(৯) হলুদ(১০) কেক(১১) পানি ২লি.(১২) ওর-স্যালাইন(১৩) ফেলাইমেট(১৪) মেট্রোর ৪০০(১৫) সিনামিন (১৬) নাপা এইস( ১৭) রেনোবা(১৮) বিস্কুট। শিশুখাদ্য(১৯) উয়েফার।(শিশুখাদ্য (২০)দুধ (শিশুখাদ্য) ২১) মোমবাতি( ২২) কাঠাল২৩)আনারস। সকলের কাছে দোয়া চাই আমরা যেন বিশুদ্ধ নিয়্যাতের সহিত সকলের আমানত প্রাপ্য হক্ব মানুষ আর মানবিকতার জন্য যেন কাজে লাগাতে পারে।
শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার প্রথম ধাপে সিলেট, দ্বিতীয় ধাপে সুনামগঞ্জ,তৃতীয় ধাপে মৌলভীবাজার সদর উপজেলা, চতুর্থ ধাপে আবারো সুনামগঞ্জ গিয়ে যখন আমাদের মানবিক সহায়তা টিম সকাল ১০টায় যখন বড় বড় দুটি ট্রাক নিয়ে সুনামগঞ্জ সদরে প্রবেশ করছিল তখন দেখা গেল কিছু করুণ দৃশ্য বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা যারা রাস্তায় এসে আশ্রয় গ্রহণ করেছেন, তারা দুহাত তুলে মানুষের কাছে সাহায্যের আবেদন করছেন রাস্তার পাশে দাঁড়িয়ে , একই অবস্থা দেখা গেছে হাওর পাড়ের মানুষ গুলোরও, আমরা যখন রাত নয়টায় সুনামগঞ্জ শহর থেকে ফিরে আসে তখনও দেখছি রাস্তার পাশে তাবু টাঙ্গিয়ে বসবাসকারী সেইসব মানুষের হাহাকার যেন থামছে না , আমরা তো আর পারব না তাদের পুরোপুরি চাহিদা মিটিয়ে দিতে, আমাদের সেচ্ছাসেবকদের জন্য দোয়া করবেন, যতদিন আমরা সুস্হ আছি চেষ্টা করে যাব যতদূর সম্ভব এখানে থেকে মানুষের পাশে দাড়াতে।
সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রিয় মৌলভীবাজার জেলার বিভিন্ন জায়গায় মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ওইসব এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে আমরা আবারও উদ্যোগ নিয়েছে ত্রাণ সামগ্রী বিতরণের, এতে সকলের সাধ্য অনুযায়ী সহায়তার হাত প্রসারিত করে এগিয়ে আসুন