মৌলভীবাজার প্রতিনিধি:: মানবতা স্বপ্ন সংগঠনের ১ম প্রতিষ্টাবাষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় সোমবার সন্ধা ৭ঘটিকায় । সামাজিক ও মানবাধিকার ব্যক্তিত্ব , সংগঠনের এডমিন জনাব শামীম আহমদ এর সভাপতিত্বে সামাজিক ব্যক্তিত্ব মো: নানু মিয়ার উপস্থাপনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মৌলানা কারী আব্দুল রাকিব ,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন সামাজিক ব্যক্তিত্ব জালালাবাগ এসোসিয়েশন এর সাবেক সহ সভাপতি জনাব শেখ সামছু তালুকদার , বিশেষ অতিথি বিশিষ্ট নাট্যকার, সামাজিক ব্যক্তিত্ব, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি , চ্যানেল এস এর হেড অব নিউজ জনাব খালেদ চৌধুরী , বিশেষ অতিথি সামাজিক ও মানবাধিকার ব্যক্তিত্ব , সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক জনাব আলিম উদ্দীন হালিম , বিশেষ অতিথি তওহীদুল ইসলাম সভাপতি দাবা এসোসিয়েশন মৌলভীবাজার জেলা,আরও বক্তব্য রাখেন – আব্দুল আলিম , তাজুল চৌ, তারেক আহমদ,- মিডিয়ায় ছিলেন জুবায়ের আহমদ,সংগঠনের সদস্যগণের মাঝে উপস্থিত ছিলেন- রিমন আহমদ,সাদ্দাম হোসেন,শহীদ মিয়া , লিটন আহমদ, হেলাল মিয়া,জে কে জসীম, মো কুতুব মিয়া, জাবেদ আহমদ, হোসাইন আহমদ সহ আরও অনেকে -এছাড়া ও প্রতিষ্টাবাষিকী অনুষ্ঠানে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন
মুহিত মিয়া এডমিন ও গ্রুপ ক্রিয়েটার, জুয়েল আহমদ এডমিন, সাদিকুর রহমান এডমিন, রমজান আলী এডমিন,আব্দুল মালিক এডমিন, হাসিদ মিয়া এডমিন,ফয়সল ইসলাম এডমিন ও জাকারিয়া আহমদ এডমিন।আয়োজক গন বলেছেন তারা গত এক বছরে শিক্ষা খাতে, চিকিৎসা খাতে, শহীদ মিনার নির্মাণ, খাদ্য সামগ্রী বিতরন সহ অন্যান্য কল্যাণমূলক কাজ করে যাবেন ।