আব্দুল বাছিত খানঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার চেয়ারম্যান হিসেবে পাওয়া ৪মাসের সম্মানী ভাতার ১৯৯৮০ টাকা হতদরিদ্র , অসহায় ও কর্মহীন মানুষের মাঝে বিলিয়ে দেন। উল্লেখ্য, চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার নির্বাচিত হবার পর ঘোষনা দেন সরকারী সম্মানী ভাতা যা পাবেন তিনি গরীব দু:খী মানুষের মাঝে বিলিয়ে দিবেন। গত ০৭ জুলাই তিনি নিজের ভেরিফাই ফেসবুকে লিখেন,
আলহামদুলিল্লাহ ----
আজ প্রথম সরকার কর্তৃক উপজেলা পরিষদের মাধ্যমে
১৯, ৯৮০ টাকা সম্মানী ভাতা পাই ।
উক্ত টাকা হতদরিদ্র , অসহায় ও কর্মহীন মানুষের মাঝে বিলিয়ে
দেই । বিলিয়ে দেওয়া মধ্যে যে আনন্দ আছে কেড়ে নেওয়া মধ্যে সেটা নেই । সবার কাছে দোয়াই কাম্য ।। ভালো থাকুক আমার প্রিয় ইউনিয়ন ।
চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার জানান, আমার বাবা মরহুম চেয়ারম্যান সিরাজুল ইসলাম আর্তমানবতার সেবায় কাজ করার যে শিক্ষা দিয়েছেন সে অনুযায়ী কাজ করে যাবার চেষ্টা করছি। বাবার রেখে যাওয়া সম্পদ ও আমার ব্যবসা বানিজ্য যা আছে তা নিয়ে চলতে পারছি তাই সরকারী সম্মানী ভাতা ইউনিয়নের গরীব দু:খীদের মাঝে বিলিয়ে দিয়েছি তা চলমান থাকবে।