মৌলভীবাজার প্রতিনিধি : নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, সাতটি মামলায় বিশ হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার মীর নাহিদ আহসান এর সদয় নির্দেশনা ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা'র সদয় তত্ত্বাবধানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য তদারকি করতে আজ ১৫.০৯.২০২০ খ্রি: তারিখ মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিমবাজার এলাকায় জেলা প্রশাসন, মৌলভীবাজার কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এ সময় পিয়াজ ও চাউলের বাজারমূল্য যাচাই করা হয় এবং মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ক্রয় ও বিক্রয় রশিদের কপি যথাযথভাবে সংরক্ষণ না করা, পণ্য বিক্রিতে অতিরিক্ত লাভ করা ইত্যাদি অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ এর আওতায় মোট সাতটি মামলায় বিশ হাজার পাঁচশত টাকা (২০,৫০০) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।