জুড়ী প্রতিনিধি:
রবিবার ৩১ জুলাই ২০২২ রাত অনুমান ১.০০ ঘটিকার সময় পুলিশ পরিচয়ে মালবাহী ট্রাকে চাঁদাবাজি করার সময় জুড়ী থানা পুলিশ দুই প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
জুড়ী থানার ০৫ নং জায়ফরনগর ইউনিয়নের জুড়ী টু বড়লেখা গামী রাস্তার জাঙ্গিরাই মাদ্রাসার সামনে দুই প্রতারক একটি মালবাহী ট্রাকের গতিরোধ করে পুলিশ পরিচয়ে টাকা দাবি করে।
সংবাদ পেয়ে জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১. মোঃ সেলিম মিয়া ও ২. মোঃ কবির আহম্মদ নামের দুই প্রতারককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ সেলিম মিয়া জুড়ী থানার হরিরামপুর গ্রামের আব্দুল মোতালিব ও মোঃ কবির আহম্মদ একই উপজেলার বেলাগাঁও এলাকার মৃত- হোছন আলীর ছেলে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ জনাব সঞ্জয় চক্রবর্তী জানান, জুড়ী থানা এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে দুই প্রতারককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই প্রতারককে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।