মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার
মুন্সিবাজারে সুমী মেডিকেল হল এর স্বত্তাধীকারী সুমন আচার্য পল্লী চিকিৎসক হিসেবে মানবতার সেবা করে ইতি মধ্যে এলাকার মানুষের মাঝে মানব দরদী মানুষ
হিসেবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন। বিচক্ষণ চিন্তা ভাবনা এবং ঔষধের উপর তার জ্ঞান চর্চার ফলশ্রুতিতে চিকিৎসা সেবা দিয়ে আসছেন সকলের মাঝে। কোন
অসহায় ও গরীব মানুষ তার নিকট আসলে তাদেরকে বিনা মূল্যে চিকিৎসা ও ঔষধ দিয়ে থাকেন। ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসক হিসেবে তার চিকিৎসা সেবা সকলের মাঝে
আলোড়ন তুলেছে। কোন জটিল বা দূরারোগ্য ব্যাধির রোগী আসলে তিনি ভাল পরামর্শ দিয়ে হাসপাতালে প্রেরণ করেন । স্থানীয় ভাবে মানুষের ডায়াবেটিকস, প্রেশার মাপাসহ কাউকে স্যালাইন কিংবা ইনজেকশন দিতে হলে সুমন আচার্যের তুলনা অপরিসীম। সুমন আচার্য সদাহাস্যজ্জল একজন সাংবাকি বান্ধব ব্যাক্তি। সর্বোপরি একজন পল্লী চিকিৎসক হিসেবে এলাকায় তার ব্যাপক সুনাম ও খ্যাতি রয়েছে। গত ৭ আগষ্ট বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয় । এব্যাপারে সুমন আচার্য জানান, আমি সি ক্যাটাগরির একজন ফার্মাসিস্ট, আমি ২০০২ ইং সনে এল এম এফ ও ২০০৭ ইং সনে ভিডি আর এমপিসহ বিভিন্ন কোর্স করে সুনামের সাথে সেবা দিয়ে আসছি। চক্রান্ত ষড়যন্ত্র মুলক পুর্ব পরিকল্পিত ভাবে আমাকে হেয় ও আমার এবং প্রতিষ্টানের সুনাম নষ্ট করার জন্য কুচক্রীমহল এসব করিয়েছে। যার ফলে আমার সম্মান মারাত্মকভাবে ক্ষ্ন্নু হয়েছে। আমি এ ঘটনয় রিপোর্টটি প্রত্যাহার পূর্বক
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি দীর্ঘ দিন যাবত পল্লী চিকিসক হিসেবে সুনামের সাথে সেবা দিয়ে আসছি। মানুষের ভালবাসায় হিংসাপরায়ন হয়ে একটি পক্ষ
দীর্ঘদিন যাবত আমার বিরুদ্বে বিভিন্ন প্রকার চক্রান্ত ষড়যন্ত্র করে আসছে।