শূন্যতা ঘিরে রাখে জীবন
-------------------------------------------------------------------------
মোঃ বদরুল ইসলাম
প্রত্যাশার অধিক প্রাপ্তি ভিখারি করে তোলে মানুষকে
তার অস্তিত্বের প্রতি একটা মোহ জন্মে ---
তখন ভুল করে আকাশের চাঁদ চায়
জোছনায় ভরা মাধবী রাত চায়,
ডাকাতিয়া বাঁশি থেকে ডাকাত হয়ে যায়।
কিন্তু তার চতুষ্পার্শ্বে ঘিরে আছে কুয়াশার জাল
কখনো আঁধার কখনো কুহেলি
সবই শূন্যতা --- এই সহজ সত্য টুকু মানুষ মানে না।
আমিত্বের ধোঁকা খেয়ে আজীবন বিলাসী সাজে
হাতড়ে ফেরে চোরাগলি অসম্ভবের চৌরাস্তায়।
যে কালস্রোতে তার বিস্তৃত শয্যা
সেখানেই গা ভাসানো মানুষের মজ্জাগত স্বভাব
তাই মানুষ কোনো স্বপ্নকে স্পর্শ করতে পারে না
শুধু দিবাস্বপ্নে পঙ্খিরাজ ঘোড়া তাড়িয়ে বেড়ায়।
০২/১২/২২ ইং
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।