সম্পর্ক
-------------------------------------------------------------------------
মোঃ বদরুল ইসলাম
সম্পর্কের চড়াইউতরাই আছে
সেসব ডিঙিয়ে তারপর বন্ধন আসে
ফুলের বাঁধন মায়ার বাঁধন -- এ-সবই সম্পর্ক কাহন।
সম্পর্কের সংজ্ঞা খুঁজে হয়রান কেউ কেউ,
মানঅভিমান বুঝি, খুনশুটি বুঝি
শুধু বুঝি না কার কতটা ত্যাগে সম্পর্ক মহীয়ান।
ভুল বোঝাবুঝি, সন্দেহ বিভেদ আনে
বিশ্বাসের ভিত্তি দৃঢ় নাহলে সম্পর্কে ধ্বস নামে,
এইজন্য সমঝোতা চাই, প্রাণখোলা কথা চাই
যাতে পারস্পরিক টানাপোড়েন নিঃশেষ হয়।
মনে হতে পারে -- সম্পর্ক টা মেকি
হতে পারে কৃত্রিমতা ভরা কথোপকথন,
মনের গভীরতা দিয়ে সেসব অনুভব করে নিতে হয়।
সম্পর্কের চারাগাছটি খুব তৃষ্ণার্ত
সে সকাল-বিকাল জল চায়, পরিচর্যা চায়
তবেই না ফুল হয়ে শোভিত হয় বাগান
তবেই তো সুঘ্রাণে মোহিত হয় আমাদের মন।
মো: বদরুল ইসলাম
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।