কমলগঞ্জ প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থা কর্তৃক অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের বড়চেগ তাওয়াক্কুলিয়া মাদারাসা প্রাঙ্গনে আব্দুল মোতালেব এর সভাপতিত্বে ও মো. সুলেমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং রহিমপুর ইউপি (স্বর্ণপদকপ্রাপ্ত) চেয়ারম্যান মো: ইফতেখার আহমেদ বদরুল।
বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থা কুয়েত শাখার সাধারণ সম্পাদক আব্দুল মুকিত ও কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক মতিউর রহমানের সার্বিক সহযোগিতায় এবং বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি মো. নুরুল আমীন বখশ এর তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, ১নং রহিমপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মো. মাহমুদ আলী, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সুলেমান মিয়া, বড়চেগ তাওয়াক্কুলিয়া মাদরাসার সভাপতি আব্দুস সামাদ খান, বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সামসুদ্দিন রানা। অনুষ্ঠানে ১২০ জন অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।