অগ্রযাত্রা সংবাদ:
দশম বছর পেরিয়ে এগারো বছরে পদার্পণ করলো এশিয়ান টেলিভিশন।এ উপলক্ষে আজ বৃহষ্পতিবার (১৯ জানুয়ারি) মৌলভীবাজার প্রেসক্লাবে আলোচনা সভা,কেককাটা ও কম্বল বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদি হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মো: নাছের রিকাবদার,পৌরসভা মেয়র মো: ফজলুর রহমান,প্রেসক্লাবের সাধারন সম্পাদক পান্না দত্ত,প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল,ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের (ইমজার) সভাপতি তমাল ফেরদৌস দুলাল।শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু,দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ,দীপ্ত টিভি জেলা প্রতিনিধি বকশি মিছবাহুর রহমান।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কাটেন।দশম বছর পেরিয়ে এগারো বছরে পদার্পণ উপলক্ষে পথশিশুদের মধ্যে খাবার বিতরন এবং দ্ররিদ্র ও অসহায়দের মধ্যে কম্বল বিতরন করা হয়।