মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে প্রকাশিত হলো কবি আবদুল হাই ইদ্রিছী’র সম্পাদনায় সাহিত্য সংস্কৃতির কাগজ মাসিক শব্দচর।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শব্দচর সাহিত্য ফোরামের আয়োজনে স্থানীয় একটি রেস্টুরেন্টের কনফারেন্স হলে সাবেক সিভিল সার্জন ডা. শফিক
উদ্দিন আহমদের সভাপতিত্বে ও শব্দচর সাহিত্য ফোরামের (শসাফো) সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক প্রিন্সিপাল কবি প্রফেসর মামুনুর রশীদ। স্বাগত বক্তব্য দেন মাসিক শব্দচর সম্পাদক কবি আবদুল হাই ইদ্রিছী। উৎসবে মুল প্রবন্ধ পাঠ করেন শব্দচর সাহিত্য ফোরামের সাধারণ
সম্পাদক মামুন আবদুল্লাহ। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন বিশিষ্ট লেখক ও গবেষক, ড. আবু তাহের, কমলগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মুমিত চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি এড. নূরুল ইসলাম শেফুল, কমলগঞ্জের পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, সাপ্তাহিক দেশপক্ষ সম্পাদক কবি মৌসুফ এ চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি কবি বিশ্বজিৎ রায়, পাক্ষিক কমলকুঁড়ি সম্পাদক
পিন্টু দেবনাথ, লেখক ও গবেষক কামাল আহমদ বাবু, সাংবাদিক শ.ই সরকার জবলু, কবি সৈয়দ রুহুল আমিন। স্বরচিত কবিতা আবৃত্তি করেন মন্জুর খান।
উপস্থিত ছিলেন কবি ওমর ওয়াসি, কবি সূফী চৌধুরী, পতনউষার ইউপি সদস্য আব্দুল মুহিত, সাংবাদিক হোসাইন আহমেদ, সাংবাদিক মেরাজ আলী, কবি হোসেন জুবের, সাংবাদিক রফিকুল ইসলাম জসিম, জাবের আহমেদ মান্না, মুর্শেদ আহমদ ও জাহিদ আহমেদ রাফি প্রমূখ।