মৌলভীবাজার প্রতিনিধি ::
তৃণমূল যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা যুবদল কর্তৃক কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ৩টায় কমলগঞ্জ উপজেলার পতনউষারে স্থানীয় বিএনপি নেতা অলী আহমেদ খানের বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্বলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (সিলেট বিভাগ) আনছার উদ্দিন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিতের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুর রহমান দিপু সরকার ও সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল।
প্রধান অতিথির বক্ত্যব্যে আনছার উদ্দিন বলেন, সারাদেশের ন্যায় তৃণমূলের মতামতের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলকে শক্তিশালী করতে কমিটি গঠন করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে দিপু সরকার ও জাহাঙ্গীর আলম দুলাল বলেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা মামলা-হামলার শিকার হয়েছেন তাদেরকে আগামী আহ্বায়ক কমিটিতে মূল্যায়ন করা হবে। যাদেরকে নিয়ে কমিটি দেওয়া হবে, তারাই আগামীদিন দেশ ও নেত্রীর মুক্তির আন্দোলন ত্বরান্বিত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন।
এছাড়া বক্তব্য দেন, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি মির্জা আক্কাছ, যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পিরন, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমদ মাহফুজ, গোলাম রব্বানী তৈমুর, আমীর মাহমুদ, সাহান পারভেজ সিপন, শ্রমবিষয়ক সম্পাদক সাজ্জাদ পারভেজ চৌধুরী মনিসহ কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।