নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর আজীবন সদস্য, বৃটেন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল মালিক মহোদয়, সন্ত্রাসীদের নির্মম হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল বাছিত খান-কে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। ১৪ ফ্রেব্রুয়ারী রাতে আহতের বাড়িতে গিয়ে নগদ অর্থ তার হাতে তুলে দেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর নেতৃবৃন্দ। এসময় উপস্তিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক মশাহিদ আহমদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্টাকালীন সদস্য দুরুদ আহমদ, সিনিয়র সাংবাদিক জোসেফ আলী চৌধুরী, সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার,আব্দুর রহমান প্রমুখ।
এসময় সাংবাদিক আব্দুল বাছিত খান দাতা জনাব আব্দুল মালিক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।