কমলগঞ্জ প্রতিনিধিঃ শনিবার ১৮ ফেব্রুয়ারি কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে দেওয়ান এবং বাদল নামে ২ বছরের সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। ওই দিন রাতে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড়, এএসআই পরিমল চন্দ্র শীলসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ২ বছরের কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি দেওয়ান ও বাদলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সিআর ৬৫/১৯(বন) মামলায় বন আইন ১৯২৭ এর ২৬(১) ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী মুঠোফোনে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।