মৌলভীবাজার প্রতিনিধি :: বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মৌলভীবাজার, মীর নাহিদ আহসান আজ ২১শে সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করেন।
এসময় কারাগারের পরিবেশ - পরিচ্ছন্নতা, খাবারের মান, বন্দিদের নিরাপত্তা, তাদের স্বাস্থ্য সুরক্ষা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান ব্যবস্থা, ইত্যাদি বিষয় সরেজমিনে পরিদর্শন করা হয়।
খাবারের মান যাচাই করতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় নিজেই কারাগারের বন্দিদের জন্য প্রস্তুতকৃত খাবার গ্রহণ করেন।
পরিদর্শন শেষে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার মীর নাহিদ আহসান কারাগারের পরিবেশ - পরিচ্ছন্নতা, খাবারের মান, বন্দিদের নিরাপত্তা, তাদের স্বাস্থ্য সুরক্ষা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান ব্যবস্থা, ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।