নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার ২০২৩-২৪ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। ১৭ মার্চ, শুক্রবার, বাদ মাগরিব সিলেট বিভাগীয় কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন।
কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ জলীল, আব্দুস সামাদ আজাদ, অফিস সম্পাদক কাওছার হামিদ সাজু, সহ-অফিস সম্পাদক মারুফ আহমদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সাকের, কেন্দ্রীয় সদস্য এম কাওছার আহমদ ও আব্দুল মোহাইমিন ফাহাদ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আলী রাব্বি রতনকে সভাপতি, নাসির খাঁনকে সাধারণ সম্পাদক ও আফছার আহমদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৫৩ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার জেলা শাখার কমিটি গঠন করা হয়।