অগ্রযাত্রা সংবাদ ডেস্ক: আমি ১৯৯০ সালের ৪ঠা জানুয়ারী থেকে মুজিব আদর্শের সৈনিক। তাই আওয়ামী পরিবারের কেউ পথভ্রষ্ট হলে আমি কথা বলবোই, সমালোচনা করবো।
আপনি তো কোনোদিন আমার বাড়া ভাতে ছাই দেননি! তবে কেনো আমি করবো আপনার অনিষ্ট!
কিন্তু দলের ভেতর কিছু স্বার্থবাদী ডিগভাজ আছে। যারা চাটুকারদের জয়জয়কারে ভাসে। নিজের স্বার্থে বিশ্বের সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তিত্বের রেকর্ড তৈরী করে। কখনো ইতিহাসের রেকর্ড চূর্ণবিচূর্ণ করে তেলবাজের ভাষায় নতুন রেকর্ডে ভাসে।
এদের নিয়ে মুখরোচক নানা কথা বাতাসে উড়ে। কেউ কেউ এমনো মন্তব্য করতে শোনা যায়–
কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ চার আনা, কাল চার আনা পাই যে দর্শন…।
কিন্তু এর অর্থ খুজতে চায় কি সুজন!
ওরা আবার সকালে আপনাকে গালি দেয়, দুপুরে করে কটুবাক্যে সমালোচনা আর সন্ধ্যায় উদ্ধার করে চৌদ্দগোষ্ঠি। এরাই দেখি রাতে আপনার সুবার্তা পেয়ে মধ্যরাতে নাকে খত দিয়ে আপনাকে সম্মান জানানোর আয়োজনে বেশ পটু। আপনি ফুলের বহর দেখে খোশমেজাজে মুচকি হাসেন। কিন্তু ওরা কারা? কেনো আয়োজন? এসবের কি প্রয়োজন? জানতে চেয়েছেন কি কখনো? এমন প্রশ্ন না করে সুর ধরেন…জলে ভাসা পদ্ম আমি………
লেখক-
সাজিদুর রহমান সাজু
কমলগঞ্জ, মৌলভীবাজার।