কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গরু চোর চক্র আটক। গত সপ্তাহে উপজেলায় পতনঊষার ইউনিয়নে ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে।
গত ১৬ এপ্রিল রাত আড়াই ঘটিকার সময় চুর চক্র গরু চুরি করার সময় শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সোহেল রানা ও এএসআই আকরাম এর নেতৃত্বে তিনজন গরু চোরকে আটক করা হয়। আটককৃত গরু চোররা হলেন- পতনঊষার ইউনিয়নের মনসুর পুর গ্রামের মৃত মনু মিয়ার ছেলে আহমদ মিয়া(২০), পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার রাজনগর গ্রামের নিবারাম(৩১) বিশ্বাস এর ছেলে বিপুর বিশ্বাস, টিলাগাও ইউনিয়নের আমানিপুর গ্রামের আব্দুল জব্বার ছেলে সবুজ আলি(২৩)।