মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার বড়লেখায় আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য ও একাধিক মামলার পলাতক আসামি কুখ্যাত ডাকাত ল্যাংড়া বাবুলকে গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ। সোমবার ১ মে বিকাল সাড়ে ৩টায় গোপন সূত্রে খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ আহমদ’র নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ডাকাত ল্যাংড়া বাবুলের বাড়ি থেকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃত বাবুল ডাকাত ওরফে ল্যাংড়া বাবুল বড়লেখা উপজেলার কেছরীগুল গ্রামের মুজম্মিল আলীর ছেলে। ল্যাড়া বাবুল আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। সে একাধিক মামলার গ্রেপ্তারী পরোয়ানা নিয়ে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।
বড়লো থানা পুলিশ সূত্রে জানা যায়, বাবুলের বিরুদ্ধে সিলেট কানাইঘাট থানার এফআইআর নং-৪/৬২, তারিখ- ০২ এপ্রিল, ২০১৮; জি আর নং-৬২, তারিখ- ০২ এপ্রিল, ২০১৮; ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০। সিলেট এর বিয়ানীবাজার থানার এফআইআর নং-৬/২০৬, তারিখ- ০৭ ডিসেম্বর, ২০১৬; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ।
বড়লেখা থানার এফআইআর নং-০৯/১২৭, তারিখ- ১৫ অক্টোবর, ২০১০; ধারা- ৩৯৪ পেনাল কোড-১৮৬০। মৌলভীবাজার এর বড়লেখা থানার এফআইআর নং-৪/৭৮, তারিখ- ০৪ মে, ২০২২; জি আর নং-, তারিখ- ০৪ মে, ২০২২; ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড-১৮৬০। সিলেট এর কানাইঘাট থানার এফআইআর নং-৩, তারিখ- ০৭ এপ্রিল, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০৫। মৌলভীবাজার এর বড়লেখা থানার এফআইআর নং-০৩, তারিখ- ০৮ জুন, ২০১৪; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০।
মৌলভীবাজার এর কুলাউড়া থানার এফআইআর নং-১৭/১৩৪, তারিখ- ১৬ মে, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০ নং সহ মোট ৬টি মামলার আসামি হয়ে পলাতক ছিল ডাকাত ল্যাংড়া বাবুল।
গ্রেপ্তারের পর বড়লেখা থানায় আইনী প্রক্রিয়া শেষে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য কুখ্যাত ডাকাত ল্যাংড়া বাবুলকে মৌলভীবাজার জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।