নিজস্ব প্রতিবেদক:সিলেটে ‘দি ডেইলী সিটিজেন টাইমস’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নাজমুল আহমদ তৌফিককে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ
শুক্রবার (১২ মে) নগরীর গার্ডেন টাওয়ারস্থ সিলেট বিভাগীয় প্রেসক্লাব পরিদর্শনে আসলে তাঁর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমন, সহ-সভাপতি মোঃজোসেপ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মিছলু, অর্থ সম্পাদক মোঃ সবুজ মিয়া, দপ্তর সম্পাদক আবুল কালাম।
সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুহেল আহমদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ‘দি ডেইলী সিটিজেন টাইমস’ পত্রিকার সম্পাদক নাজমুল আহমদ তৌফিক বলেন, ৩৬০ আউলিয়ার মানুষের প্রতি আমি খুবই দুর্বল। আমাকে সিলেট বিভাগীয় প্রেসক্লাব যে সম্মান ভালোবাসা দেখিয়েছে তা ভোলার মতো নয়। আমি সিলেট বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের কাছে চিরকৃতজ্ঞ। যেকোন সময় আমার প্রকাশনা ও সিটিজেন টাইমস পরিবারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সদস্য মোঃ- খালেদ আহমদ, মোঃ রুহুল আমীন, সাংবাদিক এমদাদ সুমন, মইনুল ইসলাম ইরনসহ আরো অনেক সাংবাদিক বৃন্দ প্রমূখ।