মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জে উপজেলার পতনঊষার ইউনিয়নে সিলেট নিউজ 24TV অনলাইন পত্রিকার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার ৭ই মে রাত ১০ ঘটিকার সময় পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে সাবেক চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরীর সভাপতিত্বে, ও সাংবাদিক তানভীর চৌধুরী সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলি আহমদ খান চেয়ারম্যান ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার তফিক আহমদ বাবু সাবেক চেয়ারম্যান ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তোয়াবুর রহমান তবারক সদস্য ৬নং ওয়াড ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি জয়নাল আবেদীন সভাপতি স্রোত সাহিত্য পরিষদ কমলগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ বয়তুল হক চৌধুরী শিক্ষানবিশ আইনজীবী মৌলভীবাজার জজ কোট।
এছাড়া আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক মাহিদুল ইসলাম আজকের পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি, ও শিপার আহমদ সাবেক সভাপতি পতনঊষার ইউনিয়ন ছাত্রদল, মশিউর রহমান চৌধুরী যুগ্ন আহবায়ক কমলগঞ্জ উপজেলা ছাত্রদল, শাকিব হোসেন জয় সাধারণ সম্পাদক পতনঊষার ইউনিয়ন ছাত্রলীগ, সাইফুল ইসলাম সভাপতি পতনঊষার ইউনিয়ন ছাত্রদল, ছাত্রনেতা রুহুল খান, রাফাত খান, মিতুল চৌধুরী, কায়ুম আহমদ, রাব্বি চৌধুরী, প্রমূক।
এসম আগত অতিথি বিন্দরা লটারি মাধ্যমে ৩০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়
প্রথম পুরুষ্কার একটি সিলিং ফ্যান দাতা সেলিম আহমদ চৌধুরী বিজয়ী লিজা চৌধুরী, দ্বিতীয় পুরস্কার একটি টেবিল দাতা নজরুল ইসলাম বিজয়ী মাহিদা খানম, তৃতীয় পুরস্কার একটি মোবাইল ফোন দাতা অলি আহমদ খান বিজয়ী জামিলা খানম, চতুর্থ পুরস্কার একটি পানির বিল্ডার দাতা জাহাঙ্গীর আলম বিজয়ী শাফিউল চৌধুরী, পঞ্চম পুরস্কার একটি টেবিল ফ্যান দাতা তানভীর আহমদ মান্না বিজয়ী ফারজানা আবেদীন, ষষ্ঠ পুরস্কার একটি আয়রন-ইস্তিরি দাতা জহির আহমদ বিজয়ী তাহেরা জান্নাত, সপ্তম পুরস্কার একটি ঝুড়ি ফ্যান দাতা জয়নাল আবেদীন বিজয়ী শামীমা চৌধুরী, অষ্টম পুরস্কার একটি চেয়ার দাতা বয়তুল হক চৌধুরী বিজয়ী জুমা খানম, নবম পুরস্কার একটি শাড়ি লুঙ্গি দাতা আলেকুর রহমান চৌধুরী বিজয়ী মাহিদা খানম, দশম পুরস্কার একটি দেয়াল ঘড়ি দাতা তানভীর চৌধুরী বিজয়ী মুহুবর রহমান এছাড়া আরও ২০টি আকর্ষণীয় পুরস্কারের মধ্যে ১৬ টি পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন লিপু সুলতান চৌধুরী ও ৪টি মাহিদুল ইসলাম।