মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলস্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার সময় ট্রেনে দৌঁড়ে উঠতে গিয়ে ট্রেনের নিচে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর তৃতীয় শ্রেণির বেসামরিক কর্মচারী (টিএস) সুমন কুমার দাসের বাম পা দ্বিখন্ডিত হয়েছে।আহত সুমনকে দ্রুত হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার (১৩ মে) দুপুরে এঘটনা ঘটে।
বিমান বাহিনী শমশেরনগর ইউনিট সূত্রে জানা যায়, ডিউটি শেষ করে কুলাউড়াস্থ নিজ বাড়িতে যাওয়ার জন্য সুমন কুমার দাস পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে উঠার সময় নিচে পড়ে যান। এসময় বাম পায়ের হাঁটুর উপরের অংশ কেটে দ্বিখন্ডি হয় এবং ডান পায়ের গোড়ালিতে তিনি আঘাতপ্রাপ্ত হন। ট্রেনটি ছেড়ে দেওয়ার পর তিনি দৌড়ে উঠতে গিয়ে দুর্ঘটনা কবলিত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শমশেরনগর বিমান বাহিনী ইউনিটে সংবাদ পৌঁছালে বিমান বাহিনীর সদস্যরা নিয়ে যান এবং হেলিকপ্টারযোগে দ্রুত ঢাকা সিএমএইচ হাসপাতালে প্রেরণ করেন।শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, এক পা দ্বিখন্ডি ও অন্য পায়ের গোড়ালিতে জখম হয়েছে।