নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মৌলভীবাজার জেলা সভাপতি, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ শামছুল ইসলাম জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার ৬ জুন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ও গভর্ণমেন্ট ল্যাবরেটরি স্কুলে জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।মাওলানা মুফতি মোঃ শামছুল ইসলাম মৌলভীবাজার সদর উপজেলা ও জেলা, সিলেট বিভাগে প্রথম স্থান অধিকার করে ৮ বিভাগ ও ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেন।মাওলানা শামছুল ইসলাম ১৯৯৪ সালে মৌলভীবাজার টাউন কামিল মাদরাসায় শিক্ষকতায় যোগদান করেন পরবর্তীতে উপাধ্যক্ষ ও পরে অধ্যক্ষ পদে সততা, নিষ্ঠা ও অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি প্রতিষ্ঠানকে দেশের একটি উন্নত, আদর্শ ও দ্বীনি মারকাজ হিসেবে গড়ে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।
অধ্যক্ষের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি মৌলভীবাজার জেলা জামে মসজিদের খতীব, জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাহিত্য ও গবেষণা সম্পাদক।
বিশ্ব নন্দিত ওলিয়ে কামিল শামছুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ.) এর প্রতিষ্ঠিত ইসলামিক সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জেলা সভাপতি ও কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি, ইসলামিক ফউন্ডেশনের জেলা কার্যালয়ের ইমাম বাচাই কমিটির সদস্য ও জেলা সম্প্রদায়িক সম্প্রতি কমিটির সদস্য সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংস্থার সাথে যুক্ত থেকে সামাজিক ও ধর্মীয় উন্নয়নে কাজ করে যাচ্ছেন। উল্লেখ্য যে, ২০১৩ সালে তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমামের এ্যাওয়ার্ড অর্জন করেন।