কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ঈদ কে সামনে রেখে রাস্তা যানজট নিরসনে ও সড়ক দুর্ঘটনায় জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ ও ক্যাম্পিং অনুষ্ঠিত হয় । আজ ২৬ জুন সোমবার বিকাল
৪ ঘটিকায় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন এর বাজারে।
এ সময় বিভিন্ন যানবাহন এর ড্রাইভার ও পথচারী দের মধ্যে যানজট নিরসনে ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধ জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয় এবং রাস্তায় যানজট কবলিত এলাকায়
যানজট নিয়ে শৃংখলার কাজ করা হয় এবং জনসাধারণ দের উদ্দেশ্য সচেতন মূলক বক্তব্য প্রধান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মোঃ আব্দুস সালাম,
কমলগঞ্জ থানা এস আই কামরুল ইসলাম, নিসচা উপজেলা কার্যকরী সদস্য কামরুজ্জামান, সালাউদ্দিন আহমেদ, নুরুল ইসলাম, আদমপুর ইউনিয়ন সদস্য কয়েছ আহমেদ, আলিনগর সদস্য সুমন আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন এর নিসচা সদস্য বৃন্দ।