অগ্রযাত্রা সংবাদঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের বিক্রমকলস গ্রামের সুমন দাসের স্ত্রী অপি দাস দুই সন্তানের জননী দীর্ঘদিন যাবত জটিল রোগে আক্রান্ত। চিকিৎসা ব্যয়বহুল সুমন দাস পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা তার পক্ষে এতো টাকা যোগান দেওয়া সম্ভব না। ধার দেনা করে এতোদিন চিকিৎসা চালিয়ে এখন নি:স্ব। গরিবের বন্ধু খ্যাত ৩নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার চিকিৎসা সহায়তার জন্য এগিয়ে আসেন। গত ৬ জুলাই রাত ৯টায় মুন্সিবাজারস্থ তার কার্যালয়ে সুমন দাসকে ডেকে এনে উনার ব্যক্তিগত পক্ষ থেকে এবং চাচাতো ভাই লন্ডন প্রবাসী মাহবুব আহমেদ তরফদার ও সুইট আহমদ তরফদার এবং উনার প্রবাসী বন্ধুগন মিলে নগদ ৮০০০০/ ( আশি হাজার টাকা) তার হাতে তুলে দেন। এসময় উপস্তিত ছিলেন শিক্ষক নেপাল দাস ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।