নিজস্ব প্রতিবেদক: ফুলগাজী উপজেলা প্রেসক্লাব'র মূল ধারার সংবাদ কর্মীদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বুধবার প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দৈনিক যায়যায়দিন ও দৈনিক স্টার লাইন পত্রিকার বিশেষ প্রতিনিধি সাহাব উদ্দিনের সভাপতিত্বে সকল সদস্যদের উপস্থিতিতে ভোটাভুটির মাধ্যমে দৈনিক আমাদের সময় পত্রিকার ফুলগাজী প্রতিনিধি কবির আহম্মেদ নাছিরকে সভাপতি ও আমাদের অর্থনীতি ও দৈনিক ফেনীর নিজস্ব প্রতিনিধি মো. মোর্শেদকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন, দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক ফেনীর সময়’র প্রতিনিধি সাঈদ হোসেন সাহেদকে সহ- সভাপতি, দৈনিক প্রভাত আলো ও ফুলগাজী নিউজ টোয়েন্টিফোর ডটকম'র সম্পাদক জহিরুল ইসলাম রাজুকে যুগ্ন সাধারন সম্পাদক, দৈনিক ভোরের পাতা ও দৈনিক নয়াপয়গাম'র ফুলগাজী প্রতিনিধি মো. সাইফুল ইসলাম মজুমদারকে কোষাধ্যক্ষ, সাপ্তাহিক ফেনীর তালাশের প্রতিনিধি এম.এ আকাশকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে। এছাড়াও দৈনিক যায়যায়দিন ও দৈনিক স্টারলাইন পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাহাব উদ্দিন, দৈনিক ফেনী'র ফুলগাজী প্রতিনিধি সাজ্জাদ হোসেন রাকিব ও সাপ্তাহিক ফেনী সমাচার পত্রিকার ফুলগাজী প্রতিনিধি এনামুল বাদশাকে সদস্য করা হয়েছে।
কমিটির পরবর্তী মেয়াদে সাহাব উদ্দিনকে সভাপতি ও জহিরুল ইসলাম রাজুকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়েছে।