মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, আইসক্রীম ফ্যাক্টরী ও রেস্টুরেন্টে সচেতনতামূলক কার্যক্রমে ২ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার ২৭ আগস্ট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। তাকে সহযোগিতা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৯।
মো: শফিকুল ইসলাম জানান, সদর উপজেলার কুদালীপুল এলাকাসহ বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, আইসক্রীম ফ্যাক্টরী ও রেস্টুরেন্টে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারণা করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কুদালীপুলে অবস্থিত কেয়া আইসক্রীমকে ২৫ হাজার টাকা, হোটেল টানাটানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।