কমলগঞ্জ প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৫ আগস্ট সন্ধ্যায় মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক নবারুণ দাস রিপন।
মুন্সীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা ওয়াকিল আহমেদ’র সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন মুন্সীবাজার ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক হরিপদ দাশ, সাবেক ইউপি সদস্য মদরিছ আলী, শ্রীমঙ্গল পৌর শ্রমিকলীগের আহবায়ক অর্জুন দাশসহ আরো অনেকে। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।