অগ্রযাত্রা সংবাদ :
নবনিযুক্ত ২৪ তম মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার
মোহাম্মদ আবু জাফর রাজু ।
বিচারপতি ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি।
বাংলাদেশের নবনিযুক্ত ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মহোদয়ের বাসভবনে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু সৌজন্য সাক্ষাৎ করেছেন । আবু জাফর রাজু নবনিযুক্ত প্রধান বিচারপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তিনি আশা প্রকাশ করেন যে তাঁর নেতৃত্বে বাংলাদেশের বিচার বিভাগে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এবং বিচার প্রার্থী জনসাধারণের দুঃখ দুর্দশা লাঘব হবে ।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো: গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করিয়াছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হইতে কার্যকর হইবে।’